মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ (৩০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক আব্দুল্লাহ উপজেলার করমুডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শুকুর আলী ও এসআই জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ করমুডাঙ্গা চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা আব্দুল্লাহ কে আটক করে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মাহমুদ বলেন, আটককৃত আব্দুল্লাহর নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply