কপোত নবী : সোমবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন বিশ্বরোড থেকে ৫ জন শিশুকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
উদ্ধারকৃত শিশুরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের লাল মোহাম্মদ মুন্সি হাজির টোলা গ্রামের হোসেনের ২ছেলে নীরব (৭) ও রিপন (৯), হুমায়ন কবিরের ছেলে আব্দুল আহাদ (১১), মুকুল আলীর ছেলে ওয়ালিদ (১০), আবুল কালামের ছেলে আব্দুল হাকিম (১১)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম জানান, একই পরিবারের ২ শিশুসহ ৩ জন বাড়ি থেকে কাউকে কিছু না বলে পালিয়ে যায়। পরে বিশ্বরোড এলাকার মানুষ শিশুদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে চেকপোস্টে পুলিশের নিকট সোপর্দ করে।
এ ঘটনায় অভিভাবক তথা এলাকার জন প্রতিনিধিদের থানায় ডেকে তাঁদের হাতে তুলে দেয়া হয় ৫ শিশুকে।
Leave a Reply