কপোত নবী : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ১০০ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।
গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের গাজরুল রহমানের ছেলে মো. কাফি (২৭)।
পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সূত্রে জানতে পারি মহিপুর এলাকায় মটরসাইকেলে ফেনসিডিল পাচার করার জন্য কয়েক যুবক অবস্থান করছে। খবর পাবার পর গোয়েন্দা শাখার একটি দল দ্রুত সে এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে কাফিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানপুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার।
Leave a Reply