প্রিয়া তুমি অপরূপা,
আসবে কি মোর নীড়ে;
আমার যত স্বপ্ন প্রিয়া,
শুধু তোমায় ঘিরে।
তোমায় নিয়ে বাঁধবো আমি,
সুখের একখান ঘর;
চিরজীবন রইবে আপন,
হবেনা আর পর।
চুলের খোঁপায় গুজিয়া দিবো,
লাল গোলাপ ফুল ;
ভালোবাসা হবেনা মলিন,
থাকবেনা তো ভুল।
তোমার গালে বুলিয়ে দিবো
আমার ওষ্ঠধার।
মোদের ভালোবাসা দেখে;
হিংসে হবে সবার।
এইভাবে পাড়ি দিবো
হাজার বছর ধরে;
মনে রেখো ভালবেসে ;
যেতে চাই মরে।
লেখক: সাংবাদিক মুনিরুল ইসলা।
সাপাহা, নওগাঁ।
Leave a Reply