ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটি। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় ধামইরহাট উপজেলার চকময়রাম গ্রামে দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত আদিবাসী পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটি সভাপতি আব্দুল হাকিমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ শত ১০ জন আদিবাসীকে শীতবস্ত্র বিতরণ করেন ধামইরহাট উপজেলার নির্বাহী অফিসার গণপতি রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যাবস্থাপক (ইউপিজি) মো. রফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক আমজাদ হোসেন, ধামইরহাট শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রশিদ প্রমুখ।
Leave a Reply