কলমে: সাংবাদিক মনিরুল ইসলাম।
বিগত দিনের গ্লানি যত
ভুলতে সবাই চাই,
নতুন দিনের নতুন রূপে
সাজাবো জীবন তাই।
নতুন দিনের নতুন আশায়
বাঁধছি মোরা বুক,
দিন বদলের প্রত্যয় নিয়ে
নতুন বছর আসুক।
নতুন বছর, নতুন সাজ
ভাবতে ভালো লাগে,
নতুন দিনে, নতুন ভাবে
বাঁচার সাধ জাগে।
হারিয়ে গেলো একটি বছর
হাসি-কান্নার মাঝে,
নতুন বছর আসবে ভবে
নতুন রূপের সাজে।
মিলিয়ে গেছে পুরনো কাল
আসছে নতুন দিন,
পুরনোকে বিদায় দিয়ে
জীবন হোক রঙ্গীন।
২৮ ডিসেম্বর-২০২০
রাত্রি ১১.২০ টা
Leave a Reply