কপোত নবী : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটের বাজার এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বটতলা হাট বাজার এলাকার অটোবাইক ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর কিছু ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
খবর পাবার পর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে র্যাবের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা টিকরপাড়ার মৃত মহবুল আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (২৪), জয়নগর মীরপাড়ার আব্দুল হামিদের ছেলে ওমর ফারুক (২২) ও লক্ষীনারায়নপুর পোড়াগা এলাকার মো. আমজাদ আলী মোড়লের ছেলে মো. মহফুল (৪০)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply