লেখক: সাংবাদিক মনিরুল ইসলাম।
টোকাই হয়ে নয় তার জন্ম
নেই তার অপরাধ,
অলিগলিতে জীবন কাটে
পেটে জোটেনা ভাত।
কাগজ কুড়িয়ে রাস্তার পাশে
খোলা আকাশের নিচে
রোদ- ঝড়- বৃষ্টিতে যেন
তার জীবনটাই মিছে!
দু’বেলা জোটেনা খাবার
নেই তার শয়ন ঘর
এলোমেলো ঘুরছে যে সে
নেই তার আপন পর।
কাগজ-বোতল নেবার আশায়
নিরবে আছে দাঁড়িয়ে
আমরা আবার সভ্য সমাজ
তাড়াচ্ছি লাঠি বাড়িয়ে।
ঝাড়ের ময়লা কুড়িয়ে সে
করছে জীবন যাপন
টোকাই বলে তাকে কেউ
করতে চায়না আপন।
এই সময়ে হাতে তার
থাকার কথা বই
আমরা এই সভ্য সমাজ
আমরা কি দায়ী নই!
ভেবে দেখুন একবার তার
জীবন চলার গতি
ঝেড়ে ফলুন বৈষম্যতা
মুক্ত করুন মতি।
Leave a Reply