ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগঁাঁর ধামইরহাটে ইসবপুর আবাসন কেন্দ্রে নব-নির্মানাধীন ঘর পরিদর্শণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। ১৪ জানুয়ারী বেলা ১১ টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ৬টি স্থানের দেড় শত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের ইসবপুর আশ্রয়ন কেন্দ্রে নির্মানাধীণ ঘর পরিদর্শণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা ইস্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, ইউপি সদস্য আকতারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা ইস্রাফিল হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে ১৫০টি ঘর নির্মান করা হবে। প্রতিটি ঘর নির্মান বাবদ ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। তিনি আরও জানান, উপজেলার ইসবপুর আশ্রয়ন কেন্দ্রে ৩৮, বৈদ্যবাটি গুচ্ছগ্রামে ৩৯ টি, জোতওসমান এলাকায় ১৪টি, উদয়শ্রী বেলপুকুরে ১৪ টি রসপুরে ১০টি ও আগ্রাদ্বিগুনের কাশিপুরে ৩৫টি ঘর নির্মানকাচ চলমান আছে, দ্রুত নির্মান শেষে গৃহহীনদের এইসব ঘর হস্তান্তর করা হবে।
Leave a Reply