নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দলের মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটলা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটলা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. জাকারিয়া হোসেন (২৪)।
রোববার রাত ৯ টার দিকে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে র্যাবের কাছে খবর আসে শিবগঞ্জের মোবারকপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।
খবর পাবার পর দ্রুত র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ১ হাজার পিস ইয়াবাসহ জাকারিয়াকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম।
Leave a Reply