নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘বয়সের সমতার পথে যাত্রা’।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং প্রবীণ হিতৈষী সংঘ ও এনজি’র উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রবীণ হিতৈষী সংঘে এসে এক আলোচনাসভায় মিলিত হয়।
সংগঠনটির সহ-সভাপতি মোহাঃ শাহজাহান আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, সদস্য মোঃ নাইমুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাংস্কৃিতক সম্পাদক মো. আফসার আলী ।
Leave a Reply