মনিরুল ইসলাম, সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে সামাজিক সংগঠন “মাটি-মানুষের সংগঠন”র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় সাপাহার মডেল প্রেসক্লাবের সামনে কমিটি গঠনের লক্ষ্যে ও সংগঠনের বিভিন্ন দিক উল্লেখ করত: এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মাটি-মানুষের সংগঠন”র প্রতিষ্ঠাতা মেজর ( অবঃ) জাহাঙ্গীর আলম, মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক আবু বক্কর, প্রভাষক নাসির হায়দার, আনন্দ টিভির প্রতিনিধি নিখিল বর্মন প্রমূখ।
এসময়, মাটি-মানুষের সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে উক্ত সংগঠনের সভাপতি নির্বাচিত হন মেজর ( অবঃ) জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক মনিরুল ইসলাম।
এসময় সকলের প্রস্তাবে ও কন্ঠ ভোটের মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি নিখিল বর্মন, সহ-সভাপতি নাসির হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আল-মামুন পলাশ, দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী, অর্থ সম্পাদক উজ্জ্বল রানা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বানু,ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কবির,শিক্ষা সম্পাদক শাহরিয়ার রাসেল, কৃষি বিষয়ক সম্পাদক হেলাল হোসেন ও কার্যকরী সদস্য নির্বাচিত হয়।
অনুষ্ঠিত ওই আলোচনা সভার সার্বিক সঞ্চালনা করেন আবু বক্কার। এসয় সকল সদস্যদের স্বতঃস্ফুর্ত উপস্থিতে মুখরিত ছিলো অনুষ্ঠানের সকল কার্যক্রম।
Leave a Reply