এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে সাহাজুল ইসলাম নামে এক সাংবাদিকের পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার জেঠাইল গ্রামে চাষকৃত পুকুরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। সাহাজুল জেঠাইল গ্রামের মৃত আসাদ আলীর ছেলে এবং দৈনিক চাঁদনী বাজার পত্রিকার রাণীনগর প্রতিনিধি।সাহাজুল ইসলাম জানান, নিজ গ্রামে একটি পুকুর লিজ নিয়ে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পুকুরে খাবার দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে ওঠে দেখতে পান কে বা কাহারা শত্রুতাবসত পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে ওই পুকুরে থাকা প্রায় ৪৫/৫০ মন সিং,মাগুড় ও রই মাছ মরে ভেসে ওঠেছে। এতে তার ৬ লক্ষাধীক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply