এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে শুক্রবার সন্ধ্যায় পৃথক পৃথকভাবে দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। একটি মামলায় সজিব কাজী (৩৩) নামে এক যুবককে এক বছর এবং অপর মামলায় মায়ের দায়ের করা অভিযোগে মাদকাসক্ত তানজিন হোসেন (৩৫) নামে এক যুবককে ১০ মাস ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডিত তানজিন হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের মহাতাব আলীর ছেলে। এবং সজিব রাণীনগর উপজেলার পূর্ববালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে।রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,সাজাপ্রাপ্ত তানজিন দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য প্রায় সে মায়ের উপর নানা ভাবে অত্যাচার নির্যাতন করতো। এক পর্যায়ে ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শুক্রবার সকালে মা তার বাবার বাড়ী রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে চলে আসেন। এরপর ছেলে তানজিন রাতোয়ালে এসে নেশার টাকার জন্য আবারো মায়ের উপর নির্যাতন শুরু করে। ছেলের নির্যাতন সইতে না পেরে তানজিনের মা রাণীনগর থানাপুলিশে অভিযোগ করলে পুলিশ তানজিনকে ধরে নিয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো মাদক দ্রব্য নিয়ন্ত্র আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ছেলে তানজিনকে ১০ মাস ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর দিকে সজিবকে মাদক সেবনকালে ধরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত দুই জনকেই শুক্রবার রাতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো: শাহিন আকন্দ।
Leave a Reply