এ বাশার চঞ্চল (নওগাঁ) রাণীনগর প্রতিনিধিঃ- নওগাঁর রাণীনগরে লকডাউনের ২য় দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ মামলায় পাঁচ হাজার চার শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। লক ডাউনে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোড়া ফেরা করা,মাস্ক না পড়া,দোকান খোলা রাখাসহ চলমান বিধি নিষেধ অমান্য করায় এসব জরিমানা করা হয়।রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, তার নেতৃত্বে লকডাউন সর্বাত্বক বাস্তবায়ন করতে ২য় দিনেও সকাল থেকে সেনাবাহিনী,বিজিবি,পুলিশ,উপজেলা প্রসাশনসহ করোনা প্রতিরোধ কমিটির সেচ্চাসেবিরা মাঠে নামেন। এ সময় সাধারণ লোকজনদের স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা মেনে চলতে প্রচার প্রচারণা করা হয়। একই সাথে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না আসতে রাস্তার বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করা হয়েছে। এ সময় বিভিন্ন বাজারে দোকান খোলা রাখা,মাস্ক না পরা, বিনা প্রয়োজনে ঘোরা ফেরা করার অপরাধে শুক্রবার বিকেল চারটা পর্যন্ত ১৫টি মামলায় মোট পাঁচ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Leave a Reply