আমিনুর রহমান খোকন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) চতুর্থ দিন কড়াকড়িভাবে পালিত হয়েছে। এদিন সকাল থেকে উপজেলা সদরের বেশিরভাগ দোকানপাট, ভারি যান চলাচল বন্ধ ছিল। তবে কিছু রিক্সা, ভ্যান, অটোচার্জার, মোটরসাইকেল, মাইক্রোবাস চলাচল করেছে। কাঁচাবাজার ছাড়াও কিছু দোকানের সার্টার গেট অর্ধেক খোলা রেখে বেচাকেনা চলেছে।
লকডাউন কার্যকর করতে প্রশাসন ছিল তৎপর। উপজেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট, বিজিবি, থানা পুলিশ সারাদিন অভিযান পরিচালনা করেছেন। থানা পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড মাছের মোড় ও চারমাথা বকের মোড়ে দুটি চেক পোষ্ট বসিয়েছে। অযথা বাইরে বের হওয়া মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের সেসব চেকপোষ্টে পুলিশী জেরার মুখে পড়তে হয়েছে।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির নায়েক সুবেদার মাহবুব আলমের নেতৃত্বে পত্নীতলা ১৪ বিজিবির সদস্যরা রোববার উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়েছেন। তাদের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় দোকান খোলার চেষ্টা, অযথা বাইরে বের হওয়া, মাস্ক ব্যবহার না করা প্রভৃতি উপায়ে লকডাউন অমান্য করায় ১৬টি মামলা দায়ের করেন। এসব মামলায় চার হাজার ৯৫৫ টাকা জরিমানা আদায় করেন।
এদিন রাত পর্যন্ত থানা পুলিশ অভিযান চালিয়ে সাতটি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এসব মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়। থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করেন এসআই জাহাঙ্গীর আলম, এসআই নূর ইসলাম, এসআই শামীনুর রহমান, এসআই আব্দুল খালেক, এসআই সাইফুল ইসলাম, এসআই এমদাদ, এসআই রায়হান আলম, এসআই জয় দাস প্রমুখ।#
আমিনুর রহমান খোকন মহাদেবপুর, নওগাঁ। ২৬.০৭.২০২১# ০১৭১১৯৪৩৯০৯
Leave a Reply