ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চারনেতা এবং বাংলাদেশ আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা আব্দুল জলিলকে শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক এস এম জাভেদ নওরোজ আলমগীর, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, প্যানেল মেয়র ও উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল ইসলাম, আ. হালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এহসান হোসেন, সদস্য আনোয়ার জাহিদ বিপ্লব প্রমুখ। পরে রাস্তায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply