মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১কেজি ৫শ গ্রাম গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হরতকী পূর্বপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে সুলতান (৩০) ও হরতকী পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে শরিফুল ইসলাম(২৫)।
এজাহারের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার খঞ্জনপুর জংলীপুর তিনমাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। এএসআই রেজোয়ানুর রহমানের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চলাকালীন সময়ে আসামীদ্বয়ের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের দেহে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করে পুলিশ।
বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার।
Leave a Reply