ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে অফিসার্স ক্লাবের উদ্যোগে ধামইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো. ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে পিআইও মো. ইস্রাফিল হোসেনকে বিদায় সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। এ সময় ধামইরহাট উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য সচিব উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এমরান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক প্রভাষক শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply