সাইফুর রহমান শামীম, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে চ্যানেল আই এর জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে “আমার চ্যানেল আই” দর্শক ফোরামের উদ্যোগে কেক কাটা, আলোচনাসভা ও আমন্ত্রিতদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। চ্যানেল আই এর ২৩ বছরে পদার্পনে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, অধ্যাপক শফিকুল বেবু, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, আমার চ্যানেল আই দর্শক ফোরামের যুগ্ম আহবায়ক দুলাল বোস, চ্যানেল আই জেলা প্রতিনিধি শ্যামল ভৌমিক প্রমুখ।
সব শেষে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রিত অতিথিদের বর্ষপূর্তির কেক কাটা হয়।
Leave a Reply