গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খাজা বাবা ঢাকা কোচ টার্মিনাল এর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।
রবিবার বিকেলে কোচ টার্মিনাল চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন ও ট্রাক, লরি পরিবহন সমিতির সভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ডঃ মিজানুর রহমান, রহনপুর পৌরসভা সাবেক কাউন্সিলর আশরাফুল হক, জেলা সড়ক পরিবহন ও ট্রাক, লরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান শামীম ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন, সাথী এন্টারপ্রাইজের প্রোপাইটার মুখলেসুর রহমান গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর রাকিব উদ্দিন,জেলা সড়ক পরিবহন ও ট্রাক, লরি কাভার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয় এবং আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান ফিতা কেটে দুয়া পরিচালনা করে টার্মিলারের শুভ উদ্বোধন
করেন।
Leave a Reply