নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। র্যালী,আলোচনা সভা ও কম্বল বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মধ্যে দিয়ে বেলা ১১ টায় পতাকা উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা ঘোষনা করেন।
বিকেলে কলেজ মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা কলেজ মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মহসিন আরাফাত সানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক মোঃ মুনসুর আলী,দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন,জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফাজুদ্দীন পান্নু মিয়া,দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইবনে কাজেম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, ছাত্রনেতা রুবেল আহমেদ, জামিরুল ইসলাম, কাইউম আলী,রনি বিশ্বাসসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি ছাত্রদল গঠন করেন। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায় এ সংগঠনটি। কর্মসূচী শেষে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Leave a Reply