বরেন্দ্র নিউজ ডেস্ক : আগামী ২৮ নভেম্বর দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭তম কমিশন বৈঠক শেষে ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।
প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি।
আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
একই তফসিলে অষ্টম ধাপের ১০টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে।
তফসিলে যে ইউপি ও পৌরসভায় ভোট হবে সেই তালিকা পরবর্তীতে দেবে নির্বাচন কমিশন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।
বার্ষিক পরীক্ষাতেও কোনো সমস্যা হবে না।
আগামী ডিসেম্বরের মধ্যে সময় গণনা শুরু হয়েছে এমন সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
Leave a Reply