নিজস্ব প্রতিবেদক :পুলিশের সঙ্গে কাজ করি, মাদক- জঙ্গী- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে । আয়োজনে কমিউনিটি পুলিশিং ফোরাম ভোলাহাট থানা। আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালীটি বের হয়ে উপজেলা মেডিকেল মোড় হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় সভাপতিত্বে করেন ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মোঃ নাসির উদ্দিন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ সহসভাপতি মোঃ আব্দুল খালেক,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান,জেলা পরিষদের মহিলা সদস্য হোসনে আরা পাখি।
অন্যন্যাদের মধ্যে পুলিশিং আহবায়ক ইখতেয়ার উদ্দিন,মুক্তিযোদ্ধা কমান্ডার আপসার আলী, শাজাহান আলী মাষ্টার,উইনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়,ওসি তদন্ত জাহাংগীর আলম,এস আই আতাউর রহমানসহ শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, আনসারসহ ব্যক্তি বর্গ।
আলোচনা সভায় মাদক, জঙ্গীবাদ,সন্ত্রসমুক্ত,বাল্য বিবাহ,নিয়ে আলোচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply