তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করবো ভোটাধিকার স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, সরনজাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক প্রমূখসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply