হাসান অালী,গোমস্তাপুর। ১০ নভেম্বর ,২০১৯ সোমবারঃ- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রবিবার সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের স্টুডেন্টস ফাউন্ডেশন অফ চৌডালা (এস এফ সি) এর উদ্যোগে চৌডালা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম। প্রধান অতিথি ছিলেন চৌডালা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ইকরামুল হক,এ্যাডভকেট মাইনুল ইসলাম,
বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া হাবিব,চৌডালা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আইরিন পারভীন,চৌডালা বালিকা
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক ডাঃ আতিকুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফসির উপদেষ্টা আল মামুন, সুমন রেজা, সাধারণ সম্পাদক সোহেল রানা,আহবায়ক এন্জামুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্টুডেন্টস ফাউন্ডেশন অফ চৌডালা (এস এফ সি) এর প্রতিষ্ঠাতা আলমগীর কবির। এ সময় আমন্ত্রিত অতিথিগণ চৌডালা ইউনিয়নের অবসরপ্রাপ্ত সকল শিক্ষকগণদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। অবসরপ্রাপ্ত শিক্ষকগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা পাওয়া তাদের জন্য অনেক গৌরবের, অবসর সময়ে আমাদেরকে সম্মাননা প্রদান করায় সংগঠনের সকল সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করছি। এই অনুষ্ঠানে ৫৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply