বরেন্দ্র নিউজ ডেস্ক:
সোমবার সন্ধ্যায় গণভবনে ঢাকার সরকারি শিশু পরিবারের শিশুদের ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ল্যাপটপ পেয়ে তেজগাঁওয়ের শহীদ মনু মিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিজ কণ্ঠে হুবহু শেখ হাসিনাকে শোনান।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভাষণ শুনে শিশু বৃষ্টিকে জড়িয়ে ধরে আদর করেন ও তার কপালে চুমু খান।শিশুদের ল্যাপটপ ও সেলাই মেশিন দিতে গিয়ে তাদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
Leave a Reply