নিজস্ব প্রতিবেদক :
প্রলংকারী ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর থাবা থেকে উপকূলীয় এলাকার মানুষ ও সম্পদ রক্ষা করতে বুক চিতিয়ে লড়াই করলো সুন্দরবন। সিডর, আইলার পর বুলবুলের চোখে চোখ রেখে এবারও অপরাজেয় সুন্দরবন। বাঘের মত গর্জে ওঠা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ প্রথমে সুন্দরবনে আঘাত হানে। এরপরই ঘূর্ণিঝড়ের শক্তি কমতে থাকে।
তবে উপকূলবাসীকে রক্ষা করলেও বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের প্রাণী ও প্রাণবৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের বন সংরক্ষক কর্মকর্তা মাইনুদ্দিন খান।
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে বন বিভাগের ৬৩টি দল কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
গো নিউজ২৪/আই
Leave a Reply