বরেন্দ্র নিউজ ডেস্ক:
সিনেটিউন মিডিয়ার আয়োজনে জাতীয় শর্টফিল্ম ফেস্টিভ্যাল-২০১৯ সম্পন্ন হয়েছে। গত ৬ নভেম্বর’১৯ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়। ফেস্টিভ্যালে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নির্মাতা জনাব ছটকু আহমেদ।
মিডিয়া ব্যাক্তিত্ব হোসনী মোবারকের সঞ্চালনায় এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনেটিউন মিডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সিনেমাটোগ্রাফার জনাব মাকসুদুল বারী। বিচারকের দায়িত্ব পালন করেন জাকারিয়া হাবিব পাইলট ও অভিনেতা আবদুল্লাহিল কাফী।
স্বাগত বক্তব্যে সিনেটিউন মিডিয়ার নির্বাহী পরিচালক জনাব আব্দুল আলীম বলেন, সুন্দর সমাজ গঠনে চলচ্চিত্রের বিকল্প নেই। তাই আমাদের ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ আজ সময়ের দাবী। তিনি এ দাবী পূরণে তরুণ নির্মাতাদের এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে অভিনেতা মিশা সওদাগর চমৎকার ও সুশৃংখল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে সিনেটিউন মিডিয়ার যেকোনো আয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন। নির্মাতা ছটকু আহমেদ বলেন, তরুণ নির্মাতারা যেভাবে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। এ ধারা অব্যাহত থাকলে বাংলা চলচ্চিত্র তার সোনালি ঐতিহ্য ফিরে পাবে। সিনেমাটোগ্রাফার জনাব মাকসুদুল বারী সভাপতির বক্তব্যে বলেন, প্রদর্শিত শর্টফিল্মগুলোর নির্মাণশৈলি খুবই চমৎকার হয়েছে।
সারাদেশ থেকে জমাকৃত প্রায় অর্ধ শত শর্টফিল্ম থেকে বাছাইকৃত দশটি ফিল্ম নিয়ে আয়োজিত এ ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার জাগরণ থিয়েটারের ফিল্ম ‘দ্যা ফেইথ’, ১ম রানার আপ- ঢাকার উচ্চারণ থিয়েটারের ফিল্ম ‘ অনেস্টি ইজ দ্যা বেস্ট পলিসি’ এবং ২য় রানার আপ হয়েছে নোয়াখালীর হিল্লোল থিয়েটারের ফিল্ম ‘হ্যাপিনেস’।
সেরা দশের বাকী ফিল্মগুলো হলো:-
৪র্থ স্থান: প্রবাহ থিয়েটারের ফিল্ম – ক্রোধ
৫ম স্থান: অঙ্গীকার থিয়েটারের ফিল্ম – স্বাধীনতা
৬ষ্ঠ স্থান: ঐতিহ্য থিয়েটারের ফিল্ম – হোম টিউটর
৭ম স্থান: ঊজ্জীবন থিয়েটারের ফিল্ম – মানবতার মৃত্যু
৮ম স্থান: দূর্বিণ থিয়েটারের ফিল্ম – রুম নং ২২৪
৯ম স্থান: সমন্বয় থিয়েটারের ফিল্ম – আমিও মানুষ
১০ম স্থান: অণির্বাণ থিয়েটারের ফিল্ম – দৃষ্টিভঙ্গি
বিজয়ী ১০টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply