হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের আওতাধীন মর্দানা এলাকায় দীর্ঘদিন থেকেই বিরাজ করছে কলহ ও চরম অশান্তি । আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চলে আসছে দুই পক্ষের দ্বন্দ্ব । দ্বন্দ্বের জেরে ঐ এলাকায় বর্তমানে ২ টি হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে । সম্প্রতি আসাদুল্লাহ নামক এক ব্যক্তির নিখোঁজের অভিযোগও করছে এক পক্ষ । তবে ঐ এলাকায় ঘটে যাওয়া হত্যা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের উপযুক্ত বিচার ও শাস্তি না হওয়ায় পর্যায়ক্রমে এসব ঘটনা ঘটেই যাচ্ছে বলেও জানিয়েছেন এলাকাবাসী ।
ঐ এলাকার বর্তমান সংঘাতময় পরিস্থিতি সম্পর্কে জানতে গেলে দুই বছর আগে ঘটে যাওয়া সাইফুদ্দিন হত্যা মামলার বাদী মো: মুকুল আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই বছর আগে আমার ভাই সাইফুদ্দিনকে হত্যা করে একটি পক্ষ । আমরা সেই হত্যার বিচার চেয়ে মামলা করি এবং বর্তমানে সেই মামলা বিচারাধীন থাকলেও আসামীপক্ষের নিকট থেকে বার বার মীমাংসা করতে চাপ সহ বিভিন্ন হুমকি ধামকি আসতেই আছে । মামলার ১ নাম্বার স্বাক্ষী মো: আব্দুল হক জানান, আমাকে স্বাক্ষী না দেয়ার জন্য আসামীপক্ষ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে । মৃত সাইফুদ্দিনের স্ত্রী পারুল বেগম ও তার মেয়ে সানজিদা খাতুন বলেন, আমরা হত্যা মামলার উপযুক্ত বিচার চাই । কিন্তু সেই বিচারকে বাধাগ্রস্থ করতে আসামীপক্ষ আমাদেরকে হুমকি দিচ্ছে এবং বার বার মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করছে । এসময় তারা সঠিক বিচার পেতে বিচার বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন ।
এদিকে অপরপক্ষ ও সেই মামলার আসামী মো: আফজাল হোসেন ও ইউসুফ আলী বলেন, আসামীপক্ষের নিকট থেকে যে মীমাংসার জন্য চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ দেয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা । বরং তারাই আমাদের একজনকে কয়েক মাস যাবৎ নিখোঁজ করে রেখেছে । আমরা নিখোঁজ আসাদুল্লাহর জীবিত বা মৃত যাই হোক, সন্ধান চাই । এসময় নিখোঁজ আসাদুল্লাহর সন্ধানের দাবীতে শিবগঞ্জ থানায় জিডি নিলেও মামলা নেয়নি বলেও অভিযোগ করে তারা বলেন, প্রয়োজনে আমরা আদালতে মামলা করব ।
এমন পাল্টাপাল্টি অভিযোগ এবং এক পক্ষ অপর পক্ষের উপর দোষ চাপানোই যেন মর্দানা এলাকার নিত্য দিনের ব্যাপার । কিন্তু সংঘাতময় এই অবস্থার পরিবর্তন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান সোনা মিঞা সহ এলাকাবাসী জানান, অত্র এলাকায় হত্যা সহ যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটির উপযুক্ত ও ন্যায় বিচার নিশ্চিত হলেই এমন পরিস্থিতির পরিবর্তন হতে পারে । কেননা যারা একটি অপরাধ সংঘটন করে, তারা আবার ঐ অপরাধকে ধামাচাপা দেয়া বা বিচারকে বাধাগ্রস্থ করতে আরেকটি অপরাধ সংঘটন করে থাকে । এসময় সংঘটিত সকল অপরাধের সুষ্ঠু বিচার ও ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন আর না ঘটে সেজন্য বিচার বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতাও কামনা করেন এলাকাবাসী ।
জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধি ও শিবগঞ্জ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর গোলাম আজম বলেন, অত্র এলাকায় যুবলীগ নেতা রবিউল হত্যা ও আওয়ামীলীগ নেতা সাইফুদ্দীন হত্যা এই দুটি মামলা বিচারাধীন রয়েছে । কিন্তু প্রায়ই শুনতে পাচ্ছি, এই দুটি মামলার আসামীদের পক্ষ থেকে বাদী পক্ষের লোকজনকে মীমাংসার জন্য চাপ প্রয়োগ ও হুমকি ধামকি দেয়া হচ্ছে । কিন্তু আমি মনে করি এই দুটি হত্যা সহ সকল অপরাধের উপযুক্ত বিচার হলেই এই মর্দানায় শান্তি ফিরে আসতে পারে ।
চলমান হত্যা মামলা ও নিখোঁজ আসাদুল্লাহর বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, সাইফুদ্দিন হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং নিখোঁজ আসাদুল্লাহ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, ঐ ছেলে পরিবারের সাথে রাগ করে চলে গেছে । আমরা তাকে খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি ।
Leave a Reply