কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুরের মৃত তাইজুদ্দিন ওরফে টুনুর ছেলে তরিকুল ইসলাম (৪২)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ২২ জানুয়ারি রোববার দুপুর পৌণে ৩ টার দিকে গোমস্তাপুরের শিমুলতলায় ফিটু মিয়ার পানির ডিপের সামনে রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী পাঁকা রাস্তার উপর সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ওসি আরও জানান, মোটরসাইকেল যোগে রহনপুর হতে নিজ বাড়ি চৌডালা যাবার পথে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় তরিকুল। পরে উপস্থিত লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।
Leave a Reply