কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে উপনির্বাচনে নৌকারপ্রার্থীকে বিজয়ী করতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হলে জেলা ছাত্র লীগের আয়োজনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
জেলা ছাত্র লীগের সভাপতি ডা. মোঃ সাইফ জামান আনন্দের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, পৌর মেয়র মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন প্রমুখ।
Leave a Reply