নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নদী মাতৃক বাংলাদেশ।১৩শত নদী শুধায় আমাকে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে দেশজুড়ে নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাম ফারুক মিথুন, গৌরি চন্দ্র সিতু, শান্তনা সাহা, কাইফ মোহাম্মদ অয়নসহ অন্যরা। একই স্থানে ১৫ নভেম্বর শুক্রবার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।জেলা শিল্পকলা একাডেমির ৪ দিনের আয়োজন শুরু হয়েছে গত ১৩ নভেম্বর বুধবার।নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের শিল্পিরা গান পরিবেশন করেন।
Leave a Reply