শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ সাপাহারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ রহনপুরে খাজা বাবা ঢাকা কোচ টার্মিনাল এর শুভ উদ্বোধন–বরেন্দ্র নিউজ ভোলাহাটে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র‍্যালী-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ
পবা-মোহনপুর কে কলঙ্ক মুক্ত করতে মেয়র পত্নী রেণীর কোন বিকল্প নেই-বরেন্দ্র নিউজ

পবা-মোহনপুর কে কলঙ্ক মুক্ত করতে মেয়র পত্নী রেণীর কোন বিকল্প নেই-বরেন্দ্র নিউজ

সারোয়ার হোসেন,তানোর: রাজশাহী-৩ (মোহনপুর-পবা) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবী, জনবান্ধব নারী নেতৃত্বের অহংকার ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার পরিবারের সদস্য শাহীন আক্তার রেণীকে নিয়ে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আদর্শিক নেতাকর্মীরা। পবা মোহনপুর আসনকে কলঙ্ক মুক্ত করতে আওয়ামী লীগের তৃণমুল এবার তাকে এমপি প্রার্থী করার জন্য দলের নীতিনির্ধারণী মহলের কাছে আকুল আবেদন করেছেন। তৃণমূলের অভিমত, শাহীন আক্তার রেণী  নতুন চমকের অপেক্ষায় রয়েছেন। ঈদের পরেই তিনি নতুন চমক নিয়ে মাঠে নামবেন। এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে পবা মোহনপুর নির্বাচনী এলাকায়  আওয়ামী লীগের পাশাপাশি দলমত নির্বিশেষে জনসাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পবা মোহনপুর আসনের জনসাধারণ অধির অপেক্ষায় রয়েছেন শাহীন আক্তার রেনীর নতুন চমক বা ক্যারিশমা দেখার জন্য। ইতমধ্যে রেণী রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চমক দেখিয়ে জনসম্পৃক্ততা সৃষ্টি ও আস্থা অর্জনে সফল হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতিতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী শাহীন আক্তার রেণী। জানা গেছে, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার পুত্রবধু ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাসিক মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী শাহীন আক্তার রেণী। আদর্শিক ও জনবান্ধব নারী নেতৃত্বে শাহীন আক্তার রেণী রাজশাহী-৩ আসনের রাজনীতিতে আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন। রাজশাহী-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন নারী  নেতৃত্ব শাহীন আক্তার রেণীকে নিয়ে ভোট করতে চাই। রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি চায়ের কাপে ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক মহলের ভাষ্য, রাজশাহী-৩  গুরুত্বপূর্ণ আসন তাই আগামি দিনে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে
শক্তিশালী করতে আদর্শিক,পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন কর্মী ও জনবান্ধব নেতৃত্ব চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক মোহনপুর উপজেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা বলেন, বর্তমান সাংসদ আয়েন উদ্দিনের স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও কমিশন বাণিজ্যে,সাধারণ মানুষের জমি দখল, দলের আদর্শিক, পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জামায়াত-বিএনপি মতাদর্শীদের সুবিধা দেয়া ও তার ভাই ভাতিজার অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠসহ ইত্যাদি নানা কারণে তার চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। তিনি বলেন, তাকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগের আসন হারানোর আশঙ্কা রয়েছে, এমনকি দলের আদর্শিক ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা স্বপক্ষ ত্যাগ করে বিপক্ষে অবস্থান নিতে পারেন। এসব বিবেচনায় আমাদের একটাই দাবি এখানে নতুন মুখের আদর্শিক প্রার্থী চাই। সেই বিবেচনায় এখানে শাহীন আক্তার রেণীর কোনো বিকল্প নাই। জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি জানান,বর্তমানে পবা মোহনপুর আসনটি এমপি আয়েন উদ্দিন ও তার ভাইদের কারণে কলঙ্কিত হয়ে পড়েছে। সেই জন্য এবার এই আসনটি কলঙ্ক মুক্ত করতে আওয়ামী লীগের মনোনীত নৌকার এমপি প্রার্থী হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী নারী নেতৃত্বের প্রাণ বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেণী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT