নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
২১ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঔষদ প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় পৌরসভা পার্কের শহীদ মিনার
চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঔষধ তত্বাবধায়ক মো. আব্দুল মালেক, ঔষধ ব্যবসায়ী মো. মশিউর রহমান, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস
রিপ্রেজেন্টটিভ এ্যাসেসিয়েশন (ফারিয়া) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নাসিরুল হক, সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল।
পরে, বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে
এসে শেষ হয়। র্যালিতে ঔষধ ব্যবসায়ী ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।-কপোত নবী
Leave a Reply