নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত শিক্ষা প্রদানে অঙ্গীকার নিয়ে আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের উদ্যোক্ত দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের পরিচালক মো. শামসুজ্জামান বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মোঃ গোলাম রাব্বানী।
মতবিনিময় সভায় ইউনাইটেড স্কুলের লক্ষ্য উদ্দেশ্য ও আগামী দিনের করনীয় সম্পর্কে আলোচনা করেন, ইউনাইটেড স্কুলের প্রধান উদ্যোক্তা ডা. এম মোর্শেদ জামান মিঞা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ড. আফিফ উল মিনহাজ, ড. সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়াউল হক।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সুধীসমাজ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।-কপোত নবী।
Leave a Reply