নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : ২৫ নভেম্বর সোমবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।
এ সময় এসপি মোজাহিদুল ইসলামকে একটি সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম ও ডিআইজি হাফিজ আক্তার দুজনে কুশল বিনিময় করেন। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা জানাবার সময় রাজশাহী পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। -কপোত নবী।
Leave a Reply