নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারিভাবে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কৃষিবিদ মঞ্জুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওবায়দুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, সদর উপজেলায় ১ হাজার ৯ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৯ মেট্রিকটন আমন ধান ক্রয় করবে সরকার।-কপোত নবী।
Leave a Reply