নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনববগঞ্জ : আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি-সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলাহাট বাজারস্থ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে বৃহস্পতিবার তিন পর্বে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নয়াগোলা প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে বিদ্যালয় চত্বর হতে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সকালে অনুষ্ঠিত প্রথম পর্বে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং যৌতুক, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক ড. আবুল কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোজাম্মেল হক। বিকেলে দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।
সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্বের প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী। দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর কবির। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন, দেশের খ্যাতিমান ও কিংবদন্তি কণ্ঠশিল্পী খুরশীদ আলম।-কপোত নবী।
Leave a Reply