গোলাম অাযম:
রিয়াদ নাফিস ইমরান অাযমী
কইরে তোরা কই?
স্কুলে চলো সবাই মিলে
আনবো নতুন বই।
চোখ বুলাবে নতুন বইয়ে
নেবে পাতার ঘ্রাণ,
পড়ালেখা করলে বাড়ে
সকলের যে মান।
স্কুল ফাঁকির বদঅভ্যাস কে
করতে হবে দূর,
দরজায় এসে নাড়া দেবে
সম্ভাবনার নূর।
Leave a Reply