নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের রানীহাটি ইউনিয়নে রামচন্দ্রপুর হাট সোশ্যাল কমিউনিটি (আরএসসি) ও ৬ নং রানীহাটি ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ পাঠাগারের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ডিসি, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, মেধা যাচাই পরীক্ষা ও জেএসসি/জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব এ.জেড.এম নুরুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মহসিন আলী। অন্যন্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কেজিপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব রফিউজ্জামান, কেজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম, উক্ত ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জনাব আহসান উল্লাহ মাস্টার সহ আরও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শিক্ষক জনাব মোঃ আব্দুল্লাহ আল আহাদ রেজা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ডিসি জনাব এ.জেড.এম নুরুল হককে আরএসসির সদস্যরা ক্রেস্ট তুলে দেন।
জেলা প্রশাসক জেএসসি/জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের ও ইউনিয়ন পাঠাগারের উদ্যোগে মেধাযাচাই পরীক্ষায় উত্তির্ণদের হাতে পুরস্কার ও রামচন্দ্রপুর হাট সোশ্যাল কমিউনিটি (আরএসসি) পক্ষ থেকে ক্রেস্ট সন্মাননা তুলে দেন।
বক্তারা আলোচনায় আরএসসির সামাজিক কার্যক্রমের সম্পাদিত কর্মসূচি মানবতার দেয়াল নির্মাণ ও ভবিষ্যৎ কর্মসূচি শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য সামাজিক কার্যক্রম ও পাঠাগারের উপকারীতা ইহার মাধ্যমে শিক্ষা বিস্তারে অবদান সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন। ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরএসসি ও পাঠাগারের কর্মীবৃন্দ সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
Leave a Reply