নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও অংগ সংগঠন।
দিবসটি উপলক্ষে রোববার বিকেলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে জেলা প্রেসক্লাবের সম্মলন কক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আতিক হাসান মুক্তা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়াদে পাঠান, ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন প্রমুখ।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।-কপোত নবী।
Leave a Reply