নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর মধ্যপাড়া এলাকার মোঃ ইছাহাক আলীর ছেলে মোঃ কামাল আলী (২৫)।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩ টার দিকে
শিবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর কবরস্থানের উত্তর পাসে একটি আমবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply