রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক মৌজায় ব্রীজ নির্মাণ কাজ উদ্বোধন ও পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন। (২০ জনুয়ারি) সকালে আকস্মিকভাবে পরিদর্শনে যান তিনি এসময় নির্মাণ সামগ্রী এবং কাজের গুণগত মান পরিদর্শন করেন। এ সময় কাজের মান সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে উপজেলা প্রশাসন, রাজারহাটের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় পরিদর্শন এবং উদ্বোধনের সময় সঙ্গে ছিলেন পিআইও জনাব সাজিবুল করিম, রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব এনামুল হক, জেলা পরিষদের সদস্য জনাব আব্দুস সালামসহ স্থানীয় জনতা।
Leave a Reply