মোঃ নাসিম,নাচোল ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই সমবায় অধিদপ্তর থেকে সমবায় সমিতি হিসেবে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় কাজ করার অনুমতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমিতির পরিবর্তে ব্যাংক পরিচয়ে অবাধে ব্যাংকের মতই শাখা প্রশাখা খুলে অবৈধ আর্থিক কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,নাচোল পৌর এলাকার পোষ্ট অফিসের সামনে ইয়াসিন আলী টাওয়ারের প্রথর্ম তলায় গত বছরের ২ অক্টোবর মাস থেকে ব্যাংকটির শাখা অফিস খুলে সব ধরণের ব্যাংকিং কার্যক্রম চালু করে তারা। তবে নাম ব্যাংক আর অনুমোদন সমবায় অধিদপ্তর হওয়ার খবরে শাখাটি চালু হওয়ার পর থেকেই স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে আরো জানা যায়, স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক লিমিটেড সমবায় অধিদপ্তর থেকে সমবায় সমিতি হিসেবে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় কাজ করার অনুমতি নিয়েছে। সংশোধিত উপ-আইন অনুযায়ী কর্ম এলাকার বাইরে কার্যক্রম পরিচালনা করা সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ১২(২) এর পরিপন্থি। এছাড়া সমবায় আইন ২০০১, সংশোধিত ২০০২ ও ২০১৩ এর ২৩(১) ধারা অনুযায়ী কোনো সমবায় সমিতি তার কার্যক্রম পরিচালনার জন্য শাখা অফিস খুলতে পারবে না এবং সমবায় সমিতি আইনের ২৬ ধারা অনুযায়ী সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান করতে পারবে না। ব্যাংক কোম্পানি আইন ও সমবায় আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক হিসাবে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানের বাইরে কোনো প্রতিষ্ঠান সাধারণ মানুষ থেকে আমানত নিতে পারে না। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকের মতই এসব প্রতিষ্ঠান আমানত সংগ্রহ করছে। আমানত নিতে জনগণকে আকর্ষণীয় অফারও দিচ্ছে তারা। ফলে অনুমোদনহীন ব্যাংকিং কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটি এক সময় ‘হায় হায়’ কোম্পানীতে রূপ নিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করেছেন।
সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ও সমবায় সমিতির নামের সঙ্গে ‘ব্যাংক’ শব্দটি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার দায়ে পার্শবর্তি তানোর উপজেলা রাজশাহীর, সিংড়া,লালপুর,বড়াইগ্রাম এসটিসি’র শাখা গুলো বন্ধ করে দেয় াহলে গত মাস থেকে নাচোলে এসটিসি ব্যাংক কর্তৃপক্ষ সাইন বোর্ড ছাড়াই নাচোল উপজেলা প্রশাসনের নাকের ডগায় দেদারসে আর্থিক কার্যক্রম চালাচ্ছে।
এ বিষয়ে এসটিসি ব্যাংকের নাচোল শাখার ম্যানেজার শীষ মোহাম্মদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা নতুন করে দেশ ব্যাপি এসটিসি ব্যাংক অনুমোদনের জন্য হাই কোর্টে আবেদন করেছি। দু একদিনের মধ্যে হয়ত অনুমোদন পেতে পারি।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,নাচোলে এসটিসি ব্যাংকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।অনুমোদন ছাড়া কার্যক্রম চালালে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা সুনীল কুমার সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এসটিসি ব্যাংক কর্তৃপক্ষ কে সকল কার্যক্রম বন্ধের জন্য বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) মামুনুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক লিমিটেড নামে কোন ব্যাংক অনুমোদন দেয়া হয়নি।
Leave a Reply