এ আই রবি, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান সেন্টুর সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুঞ্জুরুল হক মনি, সাংগঠনিক সম্পাদক বাঘা উপজেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন, মনিগ্রাম ইউপি সদস্য একরাম আলী সরকার ও জান্নাতুন বেগম।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান সাইফুল ইসলাম শিক্ষাথীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত স্থায়ী বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম করা এখন থেকে তোমরা এসএসসি সম্পূর্ন করে বিভিন্ন কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত করে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো যত্নবান হতে হবে। তিনি আরো বলেন আমার ইউনিয়ন পরিষদের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কোচিং সেন্টার বন্ধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান অতিথি বলেন ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অতি প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান শিক্ষাথীদের উজ্জল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ হচ্ছে প্রত্যককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে। এ সময় ৬৭ জন বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে তাদের প্রবেশপত্র ও ফাইল বক্স, স্কেল ও কলম প্রদান করা হয়।
এ সময় আরো উপস্তিত ছিলেন অত্র গভর্নিং বডির সদস্য, শিক্ষক মন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী, স্থানীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
Leave a Reply