এ আই রবি, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম এর সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান।
সভাপতির বক্তব্যে নওশাদ আলী বলেন, যিনি এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, এ দেশের মানুষকে মুক্তি দিয়েছেন সেই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য কর্তব্য। দেশকে ভালোবাসতে না পারলে নিজের সুন্দর আগামী গড়াও সম্ভব না। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষার্থী মনে রাখতে হবে সুশিক্ষিত দক্ষ নাগরিক দেশের সম্পদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম খোকন শিক্ষাথীদের উজ্জল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন পদ্মা নদীর তীর ঘেঁষা আমাদের এই হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে, আমাদের মূল লক্ষ হচ্ছে প্রত্যককেই আদর্শ ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে। তিনি বলেন হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের মূল একাডেমিক ভবন কে ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম মহোদয় চতুর্থ তলা বিল্ডিং করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভবনটির নির্মাণ হলে আমরা একটি ভাল ক্লাসরুম ছাত্রছাত্রীদের উপহার দিতে পারব।
এ সময় প্রধান অতিথি মহোদয় ৬৬ জন বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে তাদের প্রবেশপত্র ও ফাইল বক্স, স্কেল ও কলম প্রদান ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কৃত ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় আরো উপস্তিত ছিলেন অত্র গভর্নিং বডির সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী, স্থানীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন
Leave a Reply