মোঃ জামিল হোসেন, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্সটি ২৭ জানুয়ারী সোমবার বিকেল ৩টা র দিকে ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহতাবউদ্দিন,উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েরা খান, মেডিকেলের ডাক্তারসহঅন্যরা।
জানা গেছে, বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সটি ভেঙে যায়,সীমান্তবর্তী এ উপজেলায় ১ লাখ ২০ হাজার মানুষের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স না থাকায় উন্নত চিকিৎসা সেবা পেতে পড়তে হত চরম ভোগান্তিতে। এ অবস্থায় সংসদ সদস্য আমিনুল ইসলাম সরকারিভাবে একটি এ্যাম্বুলেন্সের আশ্বাস এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে চাবি গ্রহণ করেন।এসময় এমপি ভেংগে পড়ে থাকা গাড়িটি খোজ নেন এবং জানতে চান কত টাকা খরচ হবে ভালো করতে মেডিকেলের টিএইচও জানায় সাড়ে ৩ লক্ষ টাকা হলে গাড়িটা ভালো হয়ে যবে সাথে সাথে এমপি আলহাজ আমিনুল ইসলাম গাড়িটি ভালো করে দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য সোমবার সকালে মুশরিভুজা স্কুল এন্ড কলেজের বিদায় অনুষ্ঠানে পরে খালেআলম পুর মাদ্রসার বিদায় অনুষ্ঠান ও সবজা পাইলট বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে এমপি আলহাজ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
Leave a Reply