নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জাতীয় যুব-সংহতির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গোলমুন্ডা হাইস্কুল ফুটবল মাঠে ইউনিয়ন জাতীয় যুবসংহতির আয়োজনে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু।প্রধান বক্তা জাতীয় যুবসংহতির নীলফামারী জেলা সাধারন সম্পাদক আব্দুল হান্নান, অনুষ্ঠান উদ্বোধণী বক্তব্য দেন উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ আলম।স্বাগতন বক্তাব্য ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাজেদুল ইসলাম,সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব শরিফুল ইসলাম(সোহাগ) উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বাবলুর রহমান, মিজানুর রহমান মিজান, উপজেলা জাতীয় পার্টির অন্যতম নেতা মনিরুজ্জামান লেবু,গোলমুন্ডা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি এনামুল হক।এ-সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রাশেদ আনোয়ার চৌধুরী, রহমতুল বারী মুকুল, আব্দুর রাজ্জাক কানু, জাতীয় পার্টির অন্যতম নেতা তাহমিদার রহমান ও দুলাল হোসেন বাবলু। নীলফামারী-০৩ আসনের এমপি মেজর রানা মোহাম্মদ সোহেলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রধান অতিথি অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু বলেন, আগামীতে জাতীয় পার্টিকে একক ক্ষমতায় আসতে হলে, জাতীয় যুবসংহতিকে শক্তিশালী করতে হবে।
গোলমুন্ডা ইউনিয়নে জাতীয় পার্টির সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে,আপনারা আমার পাশে থাকলেই এলাকার উন্নয়ন করা সম্ভব। যার ফলে জলঢাকা উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠনকে তৃনমুল পর্যায়ের নেতাদের সুসংগঠিত করতে আমরা হাতে-হাত, কাঁদেকাদ রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো। আলোচনা সভা শেষে শফিউল ইসলাম(শীতল)কে সভাপতি ও হোসেন আলী কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply