নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর এলাকায় পানিতে পড়ে মিতু (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। নিহত মিতু উপজেলার বচ্চামারি এলাকার জামাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ভোলাহাট থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, উপজেলার বিরেশ্বরপুর এলাকার একটি পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বুধবার সকাল ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। সকালে শিশুটি স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়।
ধারনা করা হচ্ছে, স্কুলে যাওয়ার সময় পা পিছলে পুকুরে পড়ে মারা যায় মিতু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply